বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Discussion about this post