স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারি পাতুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এতে প্রায় ২ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মুদির দোকোনের মালিক সাইম মিয়া ও চায়ের দোকানের মালিক আজহার আলী।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, রোববার ভোরে হঠাৎ করেই টাঙ্গাইল পৌর এলাকার কাগমারি পাতুলিপাড়া এলাকায় দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি মুদির দোকান এবং একটি চায়ের দোকান পুড়ে যায়। ফলে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Discussion about this post