বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। অপরদিকে দলের নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব মতিঝিল জোনের এসি আতিক বলেন, নিপুন রায়কে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে বেবী নাজনীন ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলেনে রিজভী বলেন, বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় নিপুন রায় চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়েছে।
Discussion about this post