কারকনিউজ ডেস্ক : ইভটিজিং এর স্বীকার এক শিক্ষার্থী ফেসবুকে ভিডিও প্রচার করে বখাটে তানভীর আহমেদ ছিদ্দিক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) ভোরে বাকলিয়া থানার মিয়া খান নগর বাইদ্দারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর আহমেদ ছিদ্দিক ওই এলাকার আব্দুল হকের ছেলে।
শনিবার দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মোহাম্মদ মহসীন জানান, ঘটনার পর মেয়েটি ফেসবুকে ভিডিও প্রচার করে। পুলিশের কাছে অভিযোগ করে বখাটেদের শাস্তির দাবি জানায়। পরে সেই ভিডিও ফেসবুকে প্রচার করে তাদের পরিচয় বের করে পু্লিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে ইভটিজিং এ জড়িত তানভীর আহমেদ ছিদ্দিককে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে গত ৬ মার্চ কদমতলী এলাকা থেকে রিকশা নিয়ে মাদারবাড়ির বাসায় ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হন সিটি কলেজের শিক্ষার্থী ফারহেনা নওরীন। সেই ঘটনার ভিডিও করে ফেসবুকে প্রচার করেন তিনি।
Discussion about this post