কারকনিউজ ডেস্ক : জয়নব-রাকিবের দীর্ঘদিনের মন দেয়া নেয়া, রাত জেগে নিয়মিত চলতো মোবাইলে কথোপকথন, পরিবারের সবার চোঁখকে ফাঁকি দিয়ে দেখা সাক্ষাতও হতো প্রতিনিয়ত। এভাবেই গোপনে চলতে থাকে তাদের ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগে তাদের এ সম্পর্ক প্রকাশ পেয়ে যায়। পরিবারের লোকজন মেয়ের বিয়ে দিতে মরিয়া হয়ে উঠে। পাত্রও ঠিক করে ফেলে তারা। মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় বিয়ের দিনক্ষণ পিছিয়ে ১৪ই মার্চ বৃহস্পতিবার ধার্য করা হয়। বিয়ের দিনই প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে রাকিব। এলাকাবাসী বুঝিয়ে তাকে বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে আনা হয়। বিয়ে হয়ে যায় জয়নবের। প্রেমিকা হারানোর ক্ষোভ সইতে না পেরে শুক্রবার (১৫ মার্চ) রাতে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব। এমনি একটি নির্মম ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামে।
এলাকাবাসী জানান, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিবের সাথে বছর তিনেক আগে একই গ্রামের হাবিবুর রহমান হাবিবের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় নিয়মিত চলতে থাকে তাদের দেখা সাক্ষাত। মোবাইলে চলে কথোপকথন। এভাবেই গোপনে চলতে থাকে তাদের ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগে তাদের এ সম্পর্ক প্রকাশ পেয়ে যায়। পরিবারের লোকজন মেয়ের বিয়ে দিতে মরিয়া হয়ে উঠে। পাত্রও ঠিক করে ফেলে তারা। মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় বিয়ের দিনক্ষণ পিছিয়ে ১৪ই মার্চ বৃহস্পতিবার ধার্য করা হয়। প্রেমিকার বিয়ের খবর চলে যায় প্রেমিকের কানে। ওইদিনই প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে রাকিব। পরিবার ও স্থানীয় লোকজন বুঝিয়ে তাকে বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে আনেন। অনেকটা ঘটা করে বিয়ে হয়ে যায় জয়নবের। বিষয়টি দাগ কাটে রাকিবের মনে। প্রেমিকা হারানোর ক্ষোভ সহজে মেনে নিতে পারেনি সে। প্রেমিকার বিয়ের পরেরদিন শুক্রবার রাতে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব।
একদিকে জয়নবের বাড়িতে যখন বিয়ের আনন্দ বিরাজ করছে অন্যদিকে রাকিবের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, রাকিব নামের ওই ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো। বৃহস্পতিবার মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা। অন্যকোনো কারণ নেই।
Discussion about this post