কারকনিউজ ডেস্ক : আগামী ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে তিন উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে তিনজন বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন। তিন উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা প্রার্থীরা হলেন- মধুপুর উপজেলায় সরোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলায় হারুনুর রশিদ হিরা ও গোপালপুর উপজেলায় ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মীর মোশারফ হোসেন খান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় তিনি জানান, ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন। এরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
উল্লেখ্য, বাকি উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন।
Discussion about this post