নাগরপুর (টাঙ্গাইল ) সংবাদদাতা : আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. ফরিদুর রহমান ফরিদ উড়োজাহাজ প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছে।
চতুর্থ দফা অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৪ই মার্চ প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল।
বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদুর রহমান ফরিদের সমর্থকরা বিভিন্ন গ্রাম থেকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে সমাবেত হতে থাকে। পরে দুপুরে সমর্থকরা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদুর রহমান ফরিদকে সঙ্গে নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুর রহমান ফরিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সব সময় আপনাদের পাশে ছিলাম। আজও আছি, আগামীতে আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আপনারা আমার পাশে থাকলে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি উড়োজাহাজ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে যাবো।
এসময় নাগরপুর সরকারী কলেজের সাবেক ভিপি আল-মামুন, জিএস নাদিম, সাবেক ইউপি সদস্য মো. মুক্তার হোসেন, যুবলীগ নেতা মো. দুলাল, আবু তাহেরসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post