কারকনিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে জুলহাস সরকার (৩০) নামের এক প্রবাসী যুবককে ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জুলহাস উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পুনসহি গ্রামের বোরহান সরকারের ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার নিহতের পিতা বোরহান সরকারের বরাত দিয়ে বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জুলহাসের বাবা তাকে কান্না অবস্থায় ফোন দিয়ে তার ছেলের খুনের বিষয়টি অবহিত করে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, রাতে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে বাড়ির ধারে বেলাই বিলের পাশে নিয়ে যায়। সেখানে নেশাজাতীয় কিছু খাইয়ে তার ছেলেকে খুন করেছে বলে অভিযোগ করেছেন।
নিহতের চাচা চাঁন মিয়া জানান, জুলহাস ৭-৮ বছর যাবত দুবাই প্রবাসী ছিল। ২-৩ বছর পর পর দেশে আসত। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দেশে এসেছেন। বুধবার রাত ৯টার দিকে কাজল সরকার নামে স্থানীয় এক লোক তাকে ফোনে ডেকে নেয়। রাত ১১টা হলেও বাড়িতে না ফিরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির ধারে বেলাই বিলের পাশে জুলহাসের দেহ পড়ে থাকতে দেখেন। জীবিত না মৃত না ভেবে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বুধবার দুবাইয়ের টাকা ভাঙ্গিয়ে বাংলাদেশি টাকা করেছে জুলহাস। ওই টাকা পয়সা তার সঙ্গে বা বাড়িতে রেখেছে কিনা তা জানা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, ঘটনার কথা সকালে শুনেছি। মরদেহ গাজীপুর হাসপাতালে থাকায় সেখানে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।
Discussion about this post