কারকনিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হোমায়রা আক্তার মুন্নীকে হত্যার দায়ে এহিয়া সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি খায়রুল কবীর রোমেন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এহিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর রাতে ঘোষণা দিয়ে বাসায় গিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছিল এহিয়া সরদার। এ ঘটনায় ১৮ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন মুন্নীর মা। ওই সময়ে মুন্নী হত্যার ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। হত্যার ৫দিন পর পুলিশ অভিযুক্ত এহিয়া সরদারকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর দিরাই শহরের বাসায় গিয়ে মুন্নীকে হত্যার হুমকি দেয় এহিয়া সরদার। পরে ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরের আনোয়ারপুরে মুন্নীর বাসায় গিয়ে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী মুন্নী। ঘটনার ৫দিন পরে সিলেটের জালালাবাদ থানার মাসুকপুর গ্রামসংলগ্ন দশশাল থেকে ইয়াহিয়া সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, এহিয়া মুন্নীর চাচার দোকানে কাজ করতেন। কাজ করার সুবাদে মুন্নীর সঙ্গে পরিচয় ঘটে এহিয়ার। এদিকে দ্রুত সময়ে আলোচিত এই খুনের রায় প্রদান করায় স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।
Discussion about this post