কারকনিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন, ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী
তিনি জানান, সেতুমন্ত্রীর শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো। আজ সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহের সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
এর আগে কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, গত ৪ মার্চ রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ও পরে সিসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। এরপর এনজিওগ্রাম করে তার হার্টে তিনটা ব্লক ধরা পড়ে।
Discussion about this post