কারকনিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান জরুরি অবতরণ করেছে। চাকা ফেটে যাওয়ায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
বুধবার দুপুরে বিশেষ ব্যবস্থায় বিমানটি অবতরণ করে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
কক্সবাজার থেকে আসা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের উড়োজাহাজটির পেছনের একটি চাকা ফেটে যায়। এর কারণে বিশেষ ব্যবস্থায় অবতরণ করানো হয়। তবে ওই উড়োজাহাজটিতে কতোজন যাত্রী ছিলেন তা জানাতে পারেননি বিমানের এই কর্মকর্তা।
Discussion about this post