একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইলের দুটি আসন থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কারাবন্দি ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং তার সহোদর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুই ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আরেক সহোদর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
এর আগে গত ১৩ নভেম্বর আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ এবং সুলতান সালাউদ্দীন টুকু টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ এই দুটি আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইদিনও তাদের পক্ষে মনোনয়ন নেন শামসুল আলম তোফা।
এসময় শামসুল আলম তোফা গণমাধ্যমকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন যাচ্ছে। আমি আমার কারাবন্দি দুই ভাইয়ের পক্ষে দলীয় মনোময়নপত্র জমা দিয়েছি। আশা করি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবেচনা করবেন।’
Discussion about this post