নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শিক্ষাপোকরণ প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সালমা বেগম প্রমূখ।
Discussion about this post