লাইফস্টাইল ডেস্ক : সম্পর্কের বিশালতা অনেক। জন্ম থেকে জীবনের শেষদিন পর্যন্ত এই শব্দটি আমাদের সঙ্গে জড়িত। আসুন জেনে নেই সম্পর্ক ভালো রাখতে আমাদের করণীয়।
দরকারের জন্য সবসময়ই একে অপরের সঙ্গে কথা বলছেন। তবে সম্পর্ক ভালো রাখতে দুজন আলাদা কিছু সময় বের করে নিজেদের পরিকল্পনা, আকাঙ্ক্ষা, ভীতি, ভুল-ত্রুটি, সফলতা বা বিফলতা নিয়ে কথা বলুন।
সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় অনেক সময় খুব হালকা ভাবে নেওয়া হয়। এই অভ্যাস বাদ দেওয়া উচিত। সঙ্গীর পছন্দের দিকে একটু বাড়তি মনোযোগ দিন। যদি সে রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়তে পছন্দ করে তাহলে তাকে একটা বইও উপহার দিয়ে চমকে দিন। এতে সম্পর্ক ভালো হবে।
‘সরি’ বা দুঃখিত- শব্দটা খুব সাধারণ হলেও এর ক্ষমতা কিন্তু অনেক। নিজের অহমকে প্রাধান্য না দিয়ে ভুলের জন্য ক্ষমা চান। এটা সম্পর্ক জোড়ালো করবে।
ছোট বড় যে কোনো কাজেই সঙ্গীর প্রশংসা করুন। তার ক্ষুদ্র কোনো প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান। সম্পর্কে ভালো রাখতে জড়িয়ে ধরা বা চুমু খাওয়াও গুরুত্বপূর্ণ।
Discussion about this post