স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি কমিটির বিগত মেয়াদে সমিতির আয় ও ব্যয়ের হিসেব উত্থাপন করেন।
সমিতির সকল সদস্যদের সমর্থনে খোঃ ইকবাল হোসেন কে সভাপতি ও গোলাম কিবরিয়া বড়মনি কে মহাসচিব করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন শাখা থেকে কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post