মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ১৪ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কুমুদিনী কমপ্লেক্সের নতুন লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমুদিনী কর্তৃপক্ষ।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী মির্জাপুরে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমুদিনী ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ সকাল এগারোটায় হেলিকপ্টারযোগে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছাবেন।স্মরক প্রদান ছাড়াও কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন।বিকেল তিনটায় তিনি মির্জাপুর ত্যাগ করবেন বলেও জানানো হয়। ২০১৯ সালে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদকে পাচ্ছেন চারগুনী ব্যক্তি।এরা হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (মরণোত্তর) ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার ছোট বোন শেখ রেহেনা ছাড়াও মন্ত্রী পরিষদের একাধিক সদস্য উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা উপদেষ্ঠা অধ্যাপক ডা. এম এ জলিল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক, ভারতেশ্বরী হোমসের উপাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, শিক্ষক হেনা সুলতান প্রমুখ।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সে সাজ সাজ রব পড়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কমপ্লেক্সে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
Discussion about this post