পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন রেলপথ মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন। তিনি রবিবার সকাল ১১টায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দিয়ে রেলপথ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বোদা উপজেলায় চেয়ারম্যন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধুমাত্র পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছে। যেহেতু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না এবং প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রচার প্রচারণা কম থাকায় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে আগ্রহও তৈরি করতে হয়। তবে জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আমিও একজন ভোটার। আমি নিজেও ঢাকা থেকে এই ভাইস চেয়ারম্যান পদে ভোট দিতে নিজ এলাকায় এসেছি। কাজেই আমার আগ্রহ আপনারা বুঝতে পারছেন।’
তিনি আরো বলেন, ‘আমি একজন আইনজীবী। আমি নিজে আইনকে শ্রদ্ধা করি, আইন সব সময় মানি। আমি কোনদিন আইন লঙ্ঘণের চেষ্টা করিনি। মানুষ যেন ভোট দিতে পারে, নির্বাচন কমিশনের আইন মেনেই আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। নির্বাচন নিয়ে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আগামী দিনেও এটি অব্যাহত থাকবে।’
ভোট দেওয়ার সময় স্থানীয় প্রশাসন, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোকাররম হোসেনসহ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post