মাভাবিপ্রবি সংবাদদাতা : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যগিং করার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আলাউদ্দিন অনুমোদিত ও প্রক্টর ড. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বহিস্কার নোটিশে সাময়িক বহিস্কৃত ৬ শিক্ষার্থীকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেজ্ঞাধা জারি করেন।
সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলো- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী সানি এবং ২য় বর্ষ ১ম সেমিস্টারের এসএম রাশেদুল ইসলাম, জিল্লুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আতিকুজ্জামান ও অনিন্দ রায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম টিনিউজকে জানান, আমরা প্রক্টরিয়াল বডি, সকল ডিন, সকল প্রভোস্ট, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানসহ সকল শিক্ষকদের নিয়ে জরুরী সভা করেছি। ভুক্তভোগীদের স্বাক্ষ্য গ্রহণ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, র্যগিং এর নামে ডেকে নিয়ে স্ট্যাম্প দিয়ে মেরে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহিমের হাত ভেঙে দিয়ে শিবির নামে আখ্যা এবং শুভ ও রানাকে মারপিঠ করেছে একই বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলি সানি ও তার সহযোগিরা। গত শুক্রবার (৮ মার্চ) রাতে জননেতা আব্দুল মান্নান হলের তিন তালায় ডেকে নিয়ে এই তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় ফাহিমের হাত ভেঙে যায়।
এদিকে রবিবার (১০ মার্চ) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, ফাহিম নরসিংদি সদরের করিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজর আলীর নাতি। একজন মুক্তিযোদ্ধার নাতিকে জোড় করে শিবির বানানোর ঘটনায় ক্ষুদ্ধ বিএমবির সকল শিক্ষক ও শিক্ষার্থী। র্যগিং এর নামে মেরে হাত ভেঙে দেয়া ও মারধর করার ঘটনায় অভিযুক্তদের আজীবন বহিস্কার চেয়ে রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
Discussion about this post