টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রৌশনারা মাসুদা গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়মী লীগের দলীয় কার্যালয়ের ছাদে মোছা: লাবন্য আক্তারের সাথে অশালীন আচরন করেছে, এমন অভিযোগ উঠেছে।
এ বিষয়ে লাবন্য বলেন, “আমি গতকাল বিকেলে দরীয় কাজ শেষে আফিসের ছাদে সম্পাদিকার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে, উপজেলা আওয়ামী লীগ সহ ১২ ইউনিয়নের নেতাকর্মী সামনে আমার বাম গালে স্বজোরে থাপ্পর মারে এবং অশালিন ভাষায় আমাকে গালা-গালি করেন”। “আমি সলিমাবাদ ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের এক জন নিবেদিত কর্মী। রৌশনারা আপার সাথে আমার কোন পূর্ব শত্রুতাও নেই, তিনি শান্তি মূখর জনপদ নামক একটি সামাজিক আন্দোলনের সাথে যুক্ত থেকে কিভাবে আমাকে শত শত নেতাকর্মীর সামনে অপমান করতে পারলেন? তিনি কি আসলে তামাক, মাদকের বীরূদ্ধে? তিনি কি শান্তি প্রতিষ্ঠা করতে চান ? না কি শুধুই লোক দেখানো কর্মকান্ড। শান্তির নামে দলে তিনি অশান্তি ছড়াচ্ছেন। আমি লিখিত ভাবে আমার দল কে বিষয়টি অবগত করেছি। আমি দলের নেত্রীবৃন্দের কাছে তার দৃষ্টান্ত মূলক শাস্তি আশাকরছি”।
সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান বলেন, ” ঘটনাটি নেক্কার জনক, আমি তখন উপস্থিত ছিলাম সেখানে, ঘটনায় অন্তত ৫ মিনিট আমি স্তব্ধ হয়ে পড়ি। এমন হীন ঘটনার তিব্র নিন্দা জানাই এবং আভিযুক্ত মহিলার বিরুদ্ধে দলীয় আইন মোতাবেক শাশিÍর জন্য আমার নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।
আভিযুক্ত রৌশনারা মাসুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লাবন্য আমার ভাগনি, আমি ওকে রাজনীতি শিখিয়েছি তাই আমি ওকে একটা ভূলের জন্য কালকে শাসন করেছি। এটা এমন কোন ঘটনা না।
Discussion about this post