বিনোদন ডেস্ক : প্রেমিক এলেক্স রদ্রিগেজের সঙ্গে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন পাশ্চাত্যের স্বনামধন্য পপ গায়িকা জেনিফার লোপেজ(জেলো)। নারী দিবসের দুপুরে তিনি একটি ছবি পোস্ট করে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ওই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা। আজকের জন্য এবং সকল দিনের জন্য।’ যে ছবিটি জেলো পোস্ট করেছেন সেটি একটি সমূদ্র সৈকতে তোলা। এ সময় তিনি ব্রাজিলিয়ান বিকিনি পরা ছিলেন। চোখে ছিল সবুজ-লাল রঙের সানগ্লাস। আর এলেক্স পরা ছিলেন কালো রঙের হুডি।
২০১৭ সাল থেকে এলেক্সের সঙ্গে ডেটিং করছেন জেনিফার লোপেজ। সে সময় ২২ সিজন মেজর বেসবল লিগ খেলার পরে অবসর নেন এলেক্স। দু’জনে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন। এক্ষেত্রে পেশাগত জীবনে বেশ ভাল আছেন জেনিফার। শিঘ্রই তিনি হলিউডের নতুন এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘দ্যা হাসলার এ্যাট স্কোর’। একদল স্ট্রিপারদের জীবনের গল্প নিয়ে এই ছবির কাহিনী রচিত হয়েছে।
পাশাপশি, আসন্ন একটি লাইভ মিউজিক শো’র প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ইতিমধ্যেই তিনি জিতে নিয়েছেন ভ্যানগার্ড এওয়ার্ড ২০১৮। ১৯৮৪ সালের তিনি ২য় ল্যাটিন পপ গায়িকা যিনি এই পদক জিতেছেন।
Discussion about this post