স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য জোয়াহেরুল ইসলাম এবং ছানোয়ার হোসেন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ সংর্বধনা দেয়া হয়।
প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত দুই সংসদ সদস্যকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
Discussion about this post