স্টাফ রিপোর্টার : মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক টাঙ্গাইলে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন এবং মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম৫ম পর্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম৫ম পর্যায় এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম৫ম পর্যায় এর সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। কর্মশালায় জেলার বিভিন্ন মন্দিরের জন শিক্ষক অংশ নেয়।
Discussion about this post