ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ (Gha)’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর পুন:ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মোট ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪শ’ ৬৩জন শিক্ষার্থী পুন:ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
Discussion about this post