স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে গ্রিন সোসিয়াল ওয়েলফেয়ার সোসায়টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইরশাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গ্রিন সোসিয়াল ওয়েলফেয়ার সোসায়টির সভাপতি এসএম তৌনিক আহমেদ, সহ-সভাপতি রেজওয়ান রাশিদ জিদান, জায়মা আজিম ভুবন, তেহরিন জাহান হেমা, মাহিন নুজহাত আলম, অহনা আঞ্জুম প্রমুখ।
আলোচনা সভায় নারী শিক্ষার ব্যবস্থা, নারী জাগরণ, বাল্য বিবাহ, ধর্ষণ ও নারীদের মাসিক বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে এ বিষয়ের উপর প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post