স্টাফ রিপোর্টার : : টাঙ্গাইলের কালিহাতীতে চতুর্থ শ্রেণির হিন্দু এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার মেয়েটির দাদা বাদী হয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মেয়েটির পরিবার জানায়, সকালে তাদের মেয়েটি বাড়ি থেকে বের হলে একই উপজেলার রাসেল মিয়া (১৮) নামে এক বখাটে যুবক প্রলোভন দিয়ে বাড়ির অদূরে একটি জঙ্গলে নিয়ে যান। পরে তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে রাসেল পালিয়ে যান।
কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post