আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলার নিশ্চয়তা খুবই কম বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি খেলবেন বলেও জানান পাপন।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন এ কথা বলেন।
আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। তিনি মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন বলে আশা করছেন তার সমর্থকরা।
নির্বাচনী ঢামাঢোলের মধ্যেই আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তারা টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশের সঙ্গে। জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্বের ভার মাশরাফির কাঁধে।
পাপন বলেন, ‘মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবে না, এ কথা বলা যাবে না। তবে সম্ভাবনা খুবই কম। কারণ মনোনয়নপত্র নিয়েছে, মনোনয়ন পাবে কি-না, সেটাও নিশ্চিত নয়, পেলে ভোটে লড়বে। সেক্ষেত্রে হয়তো উইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা কম।’
Discussion about this post