কারকনিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পরিচালক চিক্কাধন (৪০) চাকমাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিকে উপজেলার করেঙ্গাতলীর বি-বক্ল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো পিবিএকে জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র গুলো পিবিএকে আরও জানায়, সকালে বি-বক্ল এলাকায় উপজেলা নির্বাচনী পোস্টার-ব্যানার ছিড়ে ফেলা হয়েছে এমন সংবাদ পেয়ে চিক্কাধন চাকমা সেখানে গেলে ৪/৫জন লোক এসে তাকে প্রকাশ্যে গুলি করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত চিক্কাধন চাকমা একই এলাকার সতদল চাকমার ছেলে। তিনি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাঘাছড়ি উপজেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে এ ঘটনায় ইউপিডিএফ বাঘাইছড়ির পরিচালক জুয়েল চাকমা জেএসএস (এমএনলারমা) দলকে দায়ী করে পিবিএকে জানান, চিক্কোধন চাকমা সকালে দোকানে বসে চা পানকরছিল। এমন সময় (এম এন লারমা) দলের সশস্ত্র দল এসে গুলি করে তাকে হত্যাকরে।
অপরদিকে বাঘাইছড়ি উপজেলার (এমএনলারমা) দলের সভাপতি সুরেশ চাকমা এ অভিযোগ অস্বীকার করে পিবিএকে বলেন, তাদের নিজ দলীয় কোন্দলে তিনি নিহত হয়েছেন। আমাদের কোন সশস্ত্র দল নাই। এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এ ঘটনায় এখনও কোনমামলা দায়ের করা হয়নি।
Discussion about this post