বিনোদন ডেস্ক : তিনি একাধারে মডেল, আইপিএল হোস্ট, ভিডিও জকি এবং সফল ব্যবসায়ী। তিক্ষ্ণ বুদ্ধির সঙ্গে মিলেমিশে গিয়েছে হটনেস। টিভির পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান একটিভ এবং জনপ্রিয় অর্চনা বিজয়া। মাঝে মধ্যেই শেয়ার করেন তার বোল্ড অবতারের নানা ছবি। সম্প্রতি তিনি সুইম ওয়্যারে দু’টি ছবি পোস্ট করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রামে।
অর্চনা বিজয়ার কলকাতা কানেকশনও রয়েছে। কলকাতা থেকেই তার মডেলিং ক্যারিয়ারের শুরু। চ্যানেল ভি’তে কাজে যোগ দেওয়ার আগে তিনি জিতে নিয়েছিলেন সুপার মডেল গেট গরজিয়ানের খেতাব।
Discussion about this post