ক্রীড়া প্রতিবেদক : চোট পিছু ছাড়ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের পর এবার তামিম ইকবাল চোটে পড়েছেন।
ওয়েলিংটন টেস্টের আগের দিন জানা গেল, কুঁচকির চোটে ভুগছেন তামিম। ফলে দ্বিতীয় টেস্টে তার খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাস, তামিম ফিট হয়েই নামতে পারবেন ওয়েলিংটন টেস্টে।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ইনজুরি খেলার অংশ। এতে আমাদের কোনো হাত থাকে না। আমি আশা করছি তামিম পুরোপুরি ফিট হয়েই নামতে পারবে। ওর সামান্য টান লেগেছে, আশা করছি ম্যাচের আগে ঠিক হয়ে যাবে।’
মুশফিককে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না, তা নিশ্চিত করেছেন অধিনায়ক, ‘আমরা মুশফিককে দ্বিতীয় টেস্টেও পাচ্ছি না। তৃতীয় টেস্ট থেকে তাকে আমরা পাব। গতকাল সে ব্যাটিং করেছে। আজও ব্যাটিং করবে। টেনিস বল, রাবার বল ও ক্রিকেট বলে ব্যাটিং করার চেষ্টা করেছে। আজ প্রপার নেট অনুশীলন করবে।’
ওয়েলিংটনে আজ সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ছিলেন তামিমও। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারলেই তাকে নিয়ে ম্যাচ পরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট। তবে তামিমকে না পেলে বড় ধাক্কাই হজম করতে হবে টিম বাংলাদেশকে। হ্যামিল্টনে প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি পাওয়া তামিম নিউজিল্যান্ডের বোলারদের সিদ্ধহস্তে শাসন করেছিলেন।
যদি কোনো কারণে তামিম খেলতে না পারেন, তাহলে একজন ব্যাটসম্যান কম নিয়ে নামতে হবে বাংলাদেশকে। প্রথম টেস্টে একাদশের বাইরে ছিলেন তিন বোলার নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। টিম ম্যানেজমেন্টের আপাতত মুস্তাফিজকে খেলানোর কোনো পরিকল্পনা নেই। সেক্ষেত্রে তামিমের বদলি হতে পারেন তাইজুল বা নাঈম।
Discussion about this post