স্পোর্টস ডেস্ক : শোয়েব আখতারের সঙ্গে তার চেহারায় কোনও মিল নেই। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মতো ডাকাবুকো নন তিনি। তবে খুনে অবশ্যই। না হলে কি আর ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করতে পারতেন! তাকে দেখার পর পাকিস্তানি ক্রিকেটমহল নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে। হয়তো ইনিই পরবর্তী শোয়েব আখতার। মোহাম্মদ হাসনাইন। পাকিস্তান সুপার লিগে যিনি এখন আকর্ষের কেন্দ্রে। তার গতি মনে করাচ্ছে শোয়েব আখতারকে। কমবয়সী এই পেসার পাক ক্রিকেটে ঝড় তুলেছেন। হাসনাইনের বয়স মাত্র ১৮ বছর। তাকে ইতিমধ্যে বোলিং বিস্ময় বলতে শুরু করেছেন অনেকে।
হাসনাইনের বোলিংয়ের লাইন-লেন্থ-এর প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। তা ছাড়া ভয়ংকর বাউন্সার করছেন তিনি। ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার করার জন্যও প্রশংসা কুড়িয়েছেন। তবে এসব ছাপিয়ে যাচ্ছে তার গতি। পিএসএলের এক ম্যাচে তিনি একটি ডেলিভারি করলেন যার গতি ঘণ্টায় ১৫১ কিলোমিটার। পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি জোরে কেউ বোলিং করতে পারেননি। হাসনাইনের গতিতে মুগ্ধ শোয়েব মালিক। উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বোলিং করতে পারছেন বলে মনে করেন শোয়েব মালিক। এছাড়া হাসনাইনের ফিল্ডিং সাজানোর দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। একটা দুটো বল নয়, ওভারের প্রায় প্রতিটা ডেলিভারি ১৪০ কিমি প্রতি ঘন্টার বেশি গতিবেগে করছেন তিনি। তবে নতুন এই শোয়েব আখতারকে নিয়ে আসল শোয়েব আখতার এখনও কিছু বলেননি।
Discussion about this post