কারকনিউজ ডেস্ক : ঢাকা মহানগর দায়রা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
আহতদের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রাপুর থানার ওসি মশিউর রহমান বলেন, লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ঢামেক জরুরি বিভাগে আসেন সাতজন। একজন চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকি ছয়জন ভর্তি রয়েছেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত।
Discussion about this post