কারকনিউজ ডেস্ক : সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিনও সরিয়ে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল বোর্ড।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. আবু নাসার রিজভী সিঙ্গাপুরে সিঙ্গাপুরে হোটেল লবিতে উপস্থিত সকলকে এ তথ্য জানান
ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে আবু নাসার জানান, কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে এবং ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। এ ছাড়াও তিনি চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন।
এর আগে আজ দুপুরে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি নিয়ে তৃতীয় দিনের মতো ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।
Discussion about this post