বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, মানববন্ধন ও মেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুননাহার স্বপ্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাবুল হাসান, একাডেমিক সুপার ভাইজার আল আমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রূপালী বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দেব, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুল হুদাসহ অন্যরা।
এ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলায় কুটির শিল্পের জিনিসসহ পিঠা বিক্রির আয়োজন করা হয়।
Discussion about this post