সখীপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিতে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, শিক্ষার্থীরা অংশ নেয়।
Discussion about this post