আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে সাবেক ওয়ান ইলিভেন এর ছাত্রলীগ আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদুর রহমান ফরিদ উপজেলার ১২ টি ইউনিয়নের ভোটাদের বাড়িতে গিয়ে তাদের আবস্থার খোঁজ খবর নিচ্ছেন তিনি। তার নির্বাচনী এলাকাবাসীর কি কি অসুবিধা আছে এবং সে সব অসুবিধা কিভাবে অতিক্রম করা যাবে সে সকল বিষয়ে ও তিনি ভোটারদের সাথে পরামর্শ করেন। প্রশ্নউত্তরে বলেন, “মূলত আমি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে তার নকশা প্রনয়নের চেষ্টা করছি” বলে জানিছে ফরিদুর রহমান।
তিনি আরোও বলেন, ভোটারের মাঝেই সীমাবদ্ধ, নাথেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিদ্যমান বিরোধী রাজনৈতিক দলের নেত্রীবৃন্দদেরও বাদ দেইনি এলাকার উন্নয়ন পরিকল্পনার মতামত গ্রহনে। আমি তৃনমূল পর্যায়ের থেকে রাজনীতি করে আজ আপনাদের পাশে দাড়ানোর সুযোগ পেয়েছি। তাই আমার মূল লক্ষই আপনাদের দাবি আদায় ও সুরক্ষাদেয়া।
রাজনীতির পাশাপাশি মো. ফরিদুর রহমান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠন, শিক্ষা, সামাজিক, সাংস্বৃতিক ও সংগঠনের সম্পৃত রয়েছেন ছাত্রজীবন থেকেই।
Discussion about this post