আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি নির্মাণ কোম্পানির দপ্তরে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
বুধবার এ হামলা চালানো হয় বলে এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, ওই কোম্পানির দপ্তরের বাইরে দুটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই বন্দুকধারীরা গুলি শুরু করে।
তিনি জানান, হামলায় কোম্পানির কয়েকজন রক্ষীসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এছাড়া পাঁচ হামলাকারী, যাদের মধ্যে এবং দুজন আত্মঘাতী ও তিন বন্দুকধারী নিহত হয়েছেন।
নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, ওই নির্মাণ কোম্পানির চার কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা সঙ্কটজনক।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ নানগারহারের রাজধানী জালালাবাদ। এই প্রদেশটি আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।
Discussion about this post