কারকনিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে নিহতদের মধ্যে পরিচয় না পাওয়া ১১ জনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি।
বুধবার (৬ মার্চ) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ১১ জনের মরদেহ শনাক্ত করে প্রতিবেদন পাঠিয়েছি।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন পুড়ে মারা যায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। এর মধ্যে ৪৮ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জনের পরিচয় শনাক্ত করতে সিআইডি ২১টি পরিবারের সদস্যদের ডিএনএন নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত হলো।
Discussion about this post