বিনোদন ডেস্ক : গত বুধবার সকালে সোশ্যালাইট নাতাশা পুনাওয়ালার ইনস্টাগ্রাম পোস্টে চোখ আটকে যায় সবার। সোনম কাপুরের বোন রেহা কাপুরকে জন্মদিন উইশ করতে তাদের পরিবারের এই ছবি পোস্ট করেছেন নাতাশা। আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার প্রি-ওয়েডিং অনুষ্ঠানে সুইত্জারল্যান্ডে গিয়ে এই পারিবারিক ছবিটি তোলা হয়। ছবিতে রেহা, সোনম, আনন্দ আহুজা, অর্জুন কাপুরের পাশাপাশি একই ফ্রেমে ধরা পড়েন মালাইকাও!
এখনও পর্যন্ত সর্বসমক্ষে ভালোবাসার কথা দু’জনের কেউই স্বীকার না করলেও, মালাইকা কফি উইথ করণ সিজন ৬-এ এসে অকপটে জানিয়েছিলেন অর্জুনকে তার সবভাবেই ভালোলাগে। অর্জুনের সঙ্গে বন্ডিং তৈরি হয়েছে মালাইকার ছেলে আরহান-এরও।
Discussion about this post