স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও শুরু হয়েছে সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান।
বুধবার থেকে শুরু হওয়া এ অভিযানে জেলার মির্জাপুর, ঘাটাইল ও সদর উপজেলার প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সম্পত্তি ও আইন বিষয়ক কর্মকতা মাহবুবুর রহমান বলেন, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে বিশেষ টিম সড়ক জনপদ ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় টাঙ্গাইলে তিনশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post