বিশেষ প্রতিবেদক : অনলাইনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার এর মাধ্যমে সকল সিএস, এসএ ও আরএস পর্চার আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে পর্চা সরবরাহ কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রাশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: মোস্তারী কাদেরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কশিশনার মৌসুমি নাসরিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, সাধারণ জনগনের হয়রানি, শ্রম, সময় ও অর্থের অপচয় রোধে “হাতের মুঠোয় পর্চা” কর্মসূচির আওতায় শতভাগ ই-পর্চা সরবরাহ বাস্তবায়িত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেবা গ্রহণকারী সাধারণ জনগনকে অবহিতকরণ এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমে আগামী ১০ মার্চ হতে কর্মসূচির শতভাগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে করে জনগন ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে এবং ডাচ্ বাংলা মোবাইল ব্যাকিং (রকেট) এর সহায়তায় নির্ধারিত ১০০শত টাকা জমা প্রদান করে অন-লাইনে পর্চার আবেদন করতে পারবেন। পরে এ কার্যালয়ের রেকর্ডরুম হতে পর্চা প্রস্তুতপূর্বক ডাক বিভাগের মাধ্যমে জিইপি করে সরাসরি ব্যক্তির ঠিকানায় পর্চা সরবরাহ করা যাবে।
Discussion about this post