স্টাফ রিপোর্টার : ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মুখ্য পাট ও বস্ত্র পরিদর্শক মো. শহিদুল ইসলাম, পাট চাষী ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post