প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো এবং ওই সময়ের মধ্যে দেশকে আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে রাষ্ট্রীয় দেশি-বিদেশি উপহার সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য নবনির্মিত তোশাখানা জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা ও মর্যাদা দিয়ে গেছেন। এই মর্যাদাকে আমাদের সমুন্নত রাখার কাজ আমাদেরই করতে হবে।
এদিন তিনি দেশের মর্যাদা সমুন্নত রাখতে এবং দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে জনগণের জীবন-মান অনেক উন্নত হয়েছে এবং এই জীবন-মানের আরও উন্নয়ন ঘটাতে চাই
এর আগে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে নবনির্মিত এ স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পের নির্মাণ কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী।
পাঁচ তলা বিশিষ্ট এ জাদুঘরের প্রকল্প ব্যয় ৮০ কোটি টাকা। নবনির্মিত এ জাদুঘরে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাপ্ত দেশি-বিদেশি উপহার সামগ্রী সংরক্ষণ করা হবে। খুব শিগগিরই নির্মাণের বাকি কাজ শেষ হলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাদুঘরটি।
Discussion about this post