কারকনিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে আওয়ালিয়া (২৮) ও মশিউর মিয়া (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার রোহিতপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুর রহমান (৪২), আরিফ হোসেন (৩০) এবং আব্দুল মজিদ (৩৪) নামে অপর তিন শ্রমিক আহত হয়েছে।
জানা গেছে, সরকারদলীয় কয়েকজন নেতার তত্ত্বাবধানে ধর্মশুরে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। সকালে ৭/৮ জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় উপর থেকে মাটি ধসে তাদের ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Discussion about this post