বিনোদন ডেস্ক : বলিউডের দক্ষিণী সুন্দরী কিয়ারা আদভানি আপাতত ব্যস্ক অক্ষয় কুমার, কারিনা কাপুর ও দিলজিত দোসাঞ্জের সঙ্গে ‘গুড নিউজ’ ছবি নিয়ে। এরই মধ্যে কিয়ারার জন্যে আরও একটি ভালো খবর। বলিউডে শোনা যাচ্ছে, এরপরই আবার অক্ষয়ের সঙ্গে একটি রোম্যান্টিক ফিল্ম করবেন কিয়ারা।
সূত্রের খবর, কিয়ারা নাকি অক্ষয়ের সঙ্গে ২০১১ সালের দক্ষিণী হরর-কমেডি ‘কাঞ্চনা’র রিমেক করবেন। যদিও দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে বলিউডে পরিকল্পনা চলছে। সম্প্রতি নাকি এই নতুন জুটিকেই লক করেছেন পরিচালক।
কিয়ারাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে রাম চরণের বিপরীতে বিনয়া বিধেয়া রামাতে। বক্স অফিসে খুব একটা না চললেও, ছবিতে অভিনয়ের জন্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন নায়িকা।
কিয়ারাকে শীঘ্রই শাহিদ কাপুরের বিপরীতেও দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ ছবিতে। শ্যুটিংয়ের ৫০ শতাংশ ইতোমধ্যেই শেষ হয়েছে।
Discussion about this post