কারকনিউজ ডেস্ক : বুড়িগঙ্গা ও তুরাগ নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১৪ দিন বিরতির পর আবারও উচ্ছেদে নেমেছে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার (৫ মার্চ) থেকে আবারও অভিযানে নামছে বিআইডব্লিউটিএ। এটি হবে চলমান অভিযানের দ্বিতীয় পর্ব। আগামী ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে মোট ১২ দিন এ অভিযান চলবে। প্রতি সপ্তাহে তিনদিন করে অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই তিনদিন অভিযান চালানো হবে। তবে শেষ সপ্তাহে রবি ও সোমবার অভিযান চলবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপে বসিলার নিকটবর্তী বুড়িগঙ্গার তীরে হাইক্কার খাল ও তুরাগের তীরে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলবে আগামী ১২ কার্যদিবস। এর আগে প্রথম দফায় গত মাসের ২০ তারিখ পর্যন্ত অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১ হাজার ৮৪৩টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।
জানা গেছে, আজ থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালানো হবে। আজ সকাল ৯টায় বছিলার নিকটবর্তী বুড়িগঙ্গার তীরে হাইক্কার খাল ও তুরাগের তীরে চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে অভিযান শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে ১২ থেকে ১৪ মার্চ, তৃতীয় পর্যায়ে ১৯ থেকে ২১ মার্চ এবং চতুর্থ পর্যায়ে ২৫, ২৭ ও ২৮ মার্চ বুড়িগঙ্গা ও তুরাগ তীরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হবে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম পর্বের তালিকা ধরেই এ অভিযান চালানো হবে।
এর আগে, গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।
Discussion about this post