কারকনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে ৫৩ ও ৫৯ বিজিবি’র আটককৃত প্রায় ৭ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৫ টাকার মূল্যের মালিকবিহীন মাদকদ্রব্য ও নিষিদ্ধ ইনজেকশন বারোঘরিয়া বাজার মাঠে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু সংলগ্ন বারোঘরিয়া বাজার মাঠে ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিজিবি’র রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম।
তিনি বলেন, যুব সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ যুব সমাজকে ধ্বংসের অন্যতম হাতিয়ার হচ্ছে মাদক। এ কারণে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সবাই যুব সমাজ এবং দেশ রক্ষার্থে মাদককে না বলি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ্ উদ্দিন পিবিজিএম, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসি, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান প্রমুখ।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫৪ হাজার ২‘শ ৩২ বোতল এবং ৭ লিটার ফেন্সিডিল, ২ হাজার ৫‘শ ৩৯ বোতল এবং ১‘শ ৩০ লিটার মদ, ২২ কেজি ৩‘শ ৯০ গ্রাম এবং ২২২ পুরিয়া হেরোইন, দেশি মদ ২৮ লিটার, ইয়াবা ২৭ হাজার ৫‘শ ২ পিস, গাঁজা ১৪ কেজি ২‘শ, বিভিন্ন প্রকার ৩‘শ ৬৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬‘শ ৪৫ পিস ইনজেকশন।
Discussion about this post