আন্তর্জাতিক ডেস্ক : নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারছে না এমন অভিযোগে ভারতকে দেয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে একটি চিঠি লিখেছেন। ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে দিল্লি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ্য করে তা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এ ছাড়াও তিনি তুরস্কের জিএসপি সুবিধাও প্রত্যাহারের করতে চান বলেও উল্লেখ্য করেন।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এখবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখন ভারত ও তুরস্ককে এ বিষয়ে নোটিশ দেবে। তারপর দুই মাসের মধ্যে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।
খবরে বলা হয়েছে, বর্তমানে এই সুবিধার আওতায় বছরে ৫৬০ কোটি ডলারের পণ্য বিনাশুল্কে যুক্তরাষ্ট্রে রফতানি করছে ভারত। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার আওতায় থাকা তুরস্কের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে, তুরস্ক অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাওয়ার শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাওয়ার যোগ্যতা এখন আর দেশটির নেই।
এতে আরো বলা হয়েছে, পুরো বিশ্বে এই জিএসপি প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। আর সেই সুবিধা প্রত্যাহার করা অবশ্যই দিল্লির জন্য একটি বড় ধাক্কা। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে এর আগে এতো বড় পদক্ষেপ দেয়া হয়নি।
তবে পদক্ষেপ নেয়ার কথা জানালেও ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রকে একই রকম সুযোগ- সুবিধা দেবে কিনা তা খতিয়ে দেখার বিষয়টি অব্যাহত থাকবে।
Discussion about this post