কারকনিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার উদ্দেশে বিএসএমএমইউ থেকে বিকেল সোয়া তিনটার দিকে তাকে বহনকারী গাড়িটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছে।
সোমবার (৪ মার্চ) বিকেলে ৩টা ২০ মিনেটের দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করে।
ডা. দেবী শেঠি ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর জানান, ওবায়দুল কাদেরের ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া নাকে ও মুখে লাগানো নল খুলে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।
ভারত প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএমএমইউয়ের চিকিৎসকরা।
এর আগে বেলা আড়াইটার দিকে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সংবাদ সম্মেলন করে তাকে সিঙ্গাপুর নেয়ার কথা জানান।
Discussion about this post