কারকনিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ।
তিনি সোমবার (৪ মার্চ) দুপুরে বিএসএমএমইউতে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।
ডা. দেবী শেঠিকে গ্রহণ করতে বিএসএমএমইউ’র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন।
এর আগে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় ওবায়দুল কাদেরকে গত রোববার সকাল সাড়ে ৭টায় বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম থেকে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পরানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নেওয়া হয়।
এদিকে, সোমবার সকালে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বেশকিছু পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। গতকালের প্রচণ্ড ভিড়ের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অপরদিকে কাদেরকে দেখতে রোববার (৩ মার্চ) রাতে ঢাকায় আসেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ ৩ চিকিৎসক। তাদের পরামর্শে এই মুহুর্তে ওবায়দুল কাদেরকে বিদেশে নেয়া হচ্ছে না বলে জানানো হয়।
Discussion about this post