স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে আঞ্চলিক এসএমই পন্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
আলোচনায় জেলা প্রশাসক বলেন, আঞ্চলিক এসএমই পন্য মেলার মাধ্যামে দেশের বেকার সমস্য অনেক কমে যাবে, দেশে প্রতিবছর ৮লাখের উপর বেকার তৈরি হচ্ছে।
এসএমই মেলার মাধ্যামে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে। মেলার অনেক পন্য যা বিদেশে রপ্তানি করে দেশকে স্মৃদ্ধি করা সম্ভব। সকলকেই এসএমই পন্য মেলার উপর গুরুত্ব দিতে হবে। এসময় গণমাধ্যামকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post